বেহাল দশা জলের ট্যাঙ্কের, হুঁশ নেই পুরপরিষদের

ফাইল ছবি

কাজল দেব(ধলাই) আমবাসা পৌর পরিষদের প্রতিটি ওয়ার্ডে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমবাসা DWS থেকে আমবাসা বনকুমারী এলাকায় আমবাসা-কমলপুরস্থিত রোডের পাশে পিজিপি টিলায় ১ হাজার গ্যালন জল স্টক করার জন্য জলের ট্যাঙ্ক নির্মাণ করা হয়। কুলাই ওয়াটার ট্রিট্ম্যন্ট প্ল্যান থেকে  জল আসে এই ট্যাঙ্কিতে । এর ফলে পৌর পরিষদের প্রতিটি ওয়ার্ডে পৌঁছে যায় পরিশ্রুত পানীয় জল । গত দুবছর আগে তৈরি করা হয়েছিলো এই জলের ট্যাঙ্কটি ।

কিন্তু ১ বছর যেতে না যেতেই ট্যাঙ্কের পাশের সব মাটি  বৃষ্টির জলে ভেঙ্গে পড়েছে । যার ফলে টিলার উপর থেকে যে কোন মুহূর্তে ট্যাঙ্কটি ভেঙ্গে পড়তে পারে। যদি ট্যাঙ্কটি ভেঙ্গে যায় তাহলে আশেপাশে দোকানঘর সহ বাড়িঘর,পথচলতি মানুষের নানা ধরনের সমস্যা হতে পারে । এমনকি মানুষের প্রাননাশও হতে পারে। সেই আতঙ্কেই এখন দিন কাটাচ্ছে এলাকার মানুষ।

বৃষ্টির জলে মাটি ধসে পড়ার পরে জন্য বালি দিয়ে আটকানো হয়েছে। পাশাপাশি ট্যাঙ্কের পাশে যে দেওয়াল দেওয়া হয়েছে সেই দেওয়ালের অবস্থাও বেশ খারাপ। এলাকাবাসীর দাবী দ্রুত ব্যবস্থা না নিলে যে কোন মুহূর্তে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। এখন এটাই দেখার যে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here