তিনবছরের মধ্যে শিক্ষাকে জাতীয় স্তরে উন্নীত করা হবেঃ শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

আগরতলাঃ আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যে চালু হবে সিবিএসই কোর্স । বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষার সঙ্গে কোন আপস করা হবেনা। আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে সিবিএসই কোর্স। প্রথম শ্রেনী থেকে শুরু করে দ্বাদশ শ্রেনী পর্যন্ত পড়ানো হবে নতুন  প্যাটানে। আগামী তিনবছরের মধ্যে শিক্ষাকে জাতীয় স্তরে উন্নীত করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, শিক্ষকদের প্রশিক্ষণের  ব্যবস্থা করবে রাজ্য সরকার। একইভাবে ছাত্রছাত্রীদেরও ইংরেজি,বিজ্ঞান ও গণিতে বিশেষ কোচিং দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here