নয়াদিল্লিঃ পূজা করলে বুদ্ধিমান সন্তান প্রসব সম্ভব কিন্তু সোনিয়া গান্ধী ছট পূজা করেন না৷” ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করে একথা বললেন উত্তর-পূর্ব দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি।
বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি
সম্প্রতি তিনি একটি হিন্দি সংবাদ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। এবং সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা গেছে, ‘সমস্যা এটাই যে সোনিয়া জি কখনোই ছট পূজা করেননি৷ ছট মা খুবই দয়ালু ৷ ছট পূজা করুন ৷ আর তা না করলেই ওই দলে আপনি যুক্ত হয়ে যাবেন৷ ‘ এমনটাই খবর প্রকাশিত হয়েছে একটি হিন্দি সংবাদমাধ্যমে।
ভিডিওতে বিজেপি সাংসদ জানিয়েছেন, ‘আমার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি করবেন না৷ আমি বলেছি, ছট মায়ের পূজা করলে বুদ্ধিমান সন্তান জন্ম নেয়৷ দেশপ্রেমির জন্ম হয়৷ দুর্নীতিগ্রস্ত সন্তান জন্ম নেয় না৷’ সূত্রের খবর সম্প্রতি ছত্তিশগড়ে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীকে কটাক্ষ করে এই মন্তব্য করেছেন।
যদিও আজকের ঘটনা প্রথম নয়।এর আগেও একাধিকবার রাহুল গান্ধীকে কটাক্ষ করেছিলেন এই বিজেপি সাংসদ। সূত্রের খবর নির্বাচনী সমাবেশ থেকে যেভাবে কংগ্রেসের দুই শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ করেছেন তাতে বেজায় চটেছেন কংগ্রেস নেতৃত্ব। বিজেপি সাংসদের বিরুদ্ধে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানাতে পারে বলে জানা গেছে কংগ্রেসের পক্ষ থেকে।
সম্প্রতি বাংলাদেশ সফরে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ১৯৭১ সালে যখন বাংলাদেশে মুক্তি যুদ্ধ চলছিল সেই সময় তিনি গ্রেফতার হয়েছিলেন। প্রধানমন্ত্রীর...
এসএফআই, ডিএফওয়াই, মহিলা সমিতি, কৃষক সমিতি, সিপিএমের নামে চাঁদার জুলুম চলত। এমন কি মনরেগার যে গরিব কর্মীরা ছিল তাদেরকেও ছাড়েনি এই কমিউনিস্ট দল। বর্তমানে...
৬ এপ্রিল রাজ্যে এডিসি নির্বাচন। নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছে রাজ্যের শাসক দল বিজেপি। শনিবার দুপুরে বিজেপি প্রদেশ কার্যালয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল...