ছটপুজো উপলক্ষে মহানন্দার পাড়ে ড্রোন দিয়ে নজরদারী ইংরেজবাজার পুরসভার

হক জাফর ইমাম(মালদা) ছটপুজো উপলক্ষে মহানন্দার পাড়ে ড্রোন দিয়ে নজরদারী করলেন ইংরেজবাজার পুরসভারপৌর পিতা নিহার রঞ্জন ঘোষ । মঙ্গলবার ছট পূজায় ড্রোন ক্যামেরার মাধ্যমে মহানন্দা নদীর পাড়গুলিতে প্রার্থনাকারী , ভক্ত ও দর্শনার্থীদের ওপর নজরদারি চালাবে মালদা ইংরেজবাজার পৌরসভা ।

ইতিমধ্যে মালদার বিভিন্ন নদীর ঘাটগুলিতে সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে । রাতদিন এক করেই শহরের মহানন্দা নদীর বিভিন্ন ঘাটের সংস্কারের কাজ চালাচ্ছে পুরসভা গভীর জলে পুজো প্রার্থনাকারী  যাতে না নামেন তার জন্য থাকছে জলযান ।  বাইরে থেকে নিয়ে আসা হয়েছে স্পিডবোট । থাকছে সার্চলাইটের ব্যবস্থাও।  এমনকি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের তরফ থেকেও ডুবুরির ব্যবস্থা করা হয়েছে।  যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতেই জোরদার উদ্যোগ নিয়েছে  ইংরেজবাজার পুরসভা।

 উল্লেখ্য,  ইংরেজবাজার পুরসভার মধ্যেই রয়েছে মহানন্দা নদী । শহরের ২৯ টি ওয়ার্ডের মধ্যে কমপক্ষে ১০ টি ওয়ার্ডের পাশ দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা নদী । ছট পূজার দুদিন এই নদী পাড়ে ভক্ত থেকে দর্শনার্থীদের বিশাল জমায়েত হয় । মালদা শহরের বালুচর, মিশন ঘাট, সদরঘাট, রেল কলোনি , গয়েশপুর সহ একাধিক এলাকায় ছট পুজোর ভক্তদের নদীতে ভিড় জমান । সেইসব জায়গায় ঘাট সংস্কারের পাশাপাশি যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার নজরদারি চালাবে মালদা ইংরেজবাজার পৌরসভা।

পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নিহার ঘোষ জানিয়েছেন, শহরের যে সব মহানন্দ নদীর ঘাটে ছট পুজোয় ভক্ত, দর্শনার্থীদের ভিড় হয়।  পুরসভার তহবিল থেকেই প্রায় কোটি টাকা খরচ করে সেই সব এলাকার ঘাট সংস্কারের কাজ শুরু করা হয়েছে ।  ধুস ,বালি ,মাটি এবং টুকরো ইট ফেলে নদীর পাড়ে চলাচলের জন্য উপযোগ্য করে তোলা হচ্ছে। পাশাপাশি প্রতিটি নদী পার এলাকাগুলিতে রাতে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও ছট পুজোর সময়টুকু যতক্ষণ ভক্ত , দর্শনার্থীদের ঘাটে ভিড় থাকবে । ততক্ষণ পুরসভার পক্ষ থেকেও  ড্রোন ক্যামেরা আকাশে উড়িয়ে সমস্ত কিছুর তদারকি চালানো হবে । তার জন্য পুরসভার পক্ষ থেকে সব রকম উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here