শান্তি পুনরুদ্ধারের একমাত্র উপায় বিদেশী শক্তি অপসারণ: তালিবান

ওয়েব ডেস্কঃ আফগানিস্তান থেকে বিদেশী বাহিনী প্রত্যাহারই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার একমাত্র উপায়। টোলো নিউজ জানিয়েছে যে, আফগানিস্তানের শান্তির বিষয়ে মস্কো সামিটে যোগদানকারী তালিবান প্রতিনিধিরা এই বিবৃতিটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ ১১টি বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছে রেখেছে।

আফগানিস্তানের হাই পিস কাউন্সিলের প্রতিনিধিদলের একজন , যিনি বৈঠকে যোগ দেন, তিনি বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার জন্য আফগানিস্তানে কোনও বিদেশী শক্তির সাহায্যের প্রয়োজন হবে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভভোভ বৈঠকের উদ্বোধন করেন, যারা কাবুল ও তালেবানের মধ্যে সরাসরি আলোচনায় বসতে চেয়েছিলেন।তিনি বলেন, বৈঠকের লক্ষ্য ছিল আফগানিস্তান থেকে দায়েশ  জঙ্গিদের সম্পূর্ণরূপে অপসারণ করে তাদের সন্ত্রাসী কার্যক্রমকে সমাপ্ত করে  মধ্য এশিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা ।

এদিকে, আফগানিস্তানের সরকার থেকে কোনো প্রতিনিধি মস্কো বৈঠকে যোগ দেননি আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে যে,আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে পারে এমন কোনও দেশের প্রচেষ্টাকে আফগান সরকার স্বাগত জানাবে।

error: Content is protected !!