রাজ্য সরকারের দুটি সিদ্ধান্ত হঠকারী সিদ্ধান্তঃ শঙ্কর প্রসাদ দত্ত

স্টাফ রিপোর্টার(আগরতলা) মে দিবসে সরকারি ছুটি বাতিল ও সপ্তাহে ৭ দিন দোকান খোলা  রাজ্য সরকারের এই দুটি সিদ্ধান্তকে হঠকারিতা বললেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। সোমবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিটুর রাজ্য সম্পাদক তথা সাংসদ  শংকর প্রসাদ দত্ত  মে দিবসে সরকারি ছুটি বাতিল প্রসঙ্গে বর্তমান রাজ্য সরকারের সদস্যদের কটাক্ষ করে বলেন ,তারা নতুন এসেছেন ভারতবর্ষে অনেক কিছুই জানেন না তাই মে দিবসের সরকারি ছুটি বাতিল নিয়ে আরও একবার ভাবা দরকার। রাজ্য সরকারকে দ্বিতীয় সপ্তাহে সাতদিন রাজ্যের বাজার খোলা থাকার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছেন সেই বিষয়ে সমালোচনা করেন শঙ্কর প্রসাদ দত্ত  বলেন, “সরকারের এই সিদ্ধান্ত গরিব শ্রমজীবী মানুষের স্বার্থ বিরোধী”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here