মার্কিন সেনাতে উৎসাহ হারাচ্ছে মহিলারা

ওয়েবডেস্ক: বিশ্বের অন্যতম শক্তিশালী সৈন্যবাহিনীতে যোগদান করতে উৎসাহ হারাচ্ছে মার্কিন মহিলারা। বিগত কিছু বছর ধরে মার্কিন সৈন্যবাহিনীতে মহিলাদের ওপর নানাবিধ যৌন নিগ্রহের অভিযোগ আসছিলো। কিন্তু সম্প্রতি একটি ঘটনা মার্কিন সেনাবাহিনীর কেচ্ছাকে সম্পূর্ণ বিশ্বের কাছে প্রকাশ পায়।

এনন-আইব.কম নামক ওয়েবসাইটে কিছুদিন আগে থেকেই মার্কিন নৌসেনাবাহিনীর মহিলা সদস্যদের নগ্ন ছবি প্রকাশিত হতে থাকে। প্রায় ১ লক্ষ ৩১ হাজারের ওপর ছবি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এই ঘটনায় সেনাবাহিনীতে শোরগোল তৈরী হয়। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য থেকে জানা যাই যে এর পিছনে রয়েছে সেনার পুরুষ সদস্যরা। তারা তাদের সহকর্মীর ছবি হ্যাক করে ওয়েবসাইটে তাদের পরিচয়সহ প্রকাশ করছে। এই ঘটনার তদন্ত শুরু হলে দেখা যায় এই কেচ্ছার গভীরতা অনেকদূর পর্যন্ত।

পরবর্তী সময়ে ওয়েবসাইটটি বন্ধ করা হলে কিছু ফেসবুক গ্রুপের সন্ধান পাওয়া যাই যেখানে এই ছবিগুলি প্রকাশিত হতে থাকে। এই গ্রুপগুলির মধ্যে “মেরিনস ইউনিটেড” নামের গ্রুপটির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। ৩০০০০ সদস্য সংখ্যা বিশিষ্ট এই গ্রুপটির তৈরী করা হয় শুমাত্র মার্কিন নৌবাহিনীর মহিলাদের নগ্ন ছবি প্রকাশের জন্য।

এই ঘটনার পর মার্কিন নৌবাহিনীর সার্জেন্ট রোনাল্ড গ্রীন সংবাদপত্রকে জানান যে, “এই ঘটনা মার্কিন মহিলাদের সেনাবাহিনীতে আস্তে অনুৎসাহিত করছে। এছাড়াও যেসব মহিলা সদস্যরা সেনাবাহিনীতে আছেন তাদের সেনাবাহিনী ছাড়তে উদ্বুদ্ধ করছে।”

এই ঘটনার ভুক্তভোগী একজন এরিনা বান্তার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ” ত্রিশ হাজারের ওপর মানুষ এই ছবিগুলো উপভোগ করছিলেন কিন্তু একজন প্রতিবাদ করলেন না ? যাদের সাথে থেকে যুদ্ধ করছি আমরা তারাই আমাদের সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করলো !”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here