স্বাধীনতার পর প্রথম সংখ্যালঘু মেয়র পেলো কলকাতা পুরসভা!

নিজেস্ব প্রতিনিধি(কলকাতা) কলকাতা পুরসভার নতুন মেয়র হলেন  ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র হলেন অতিন ঘোষ । শোভন চট্টোপাধ্যায়ের পর কে হবে কলকাতা পুরসভার নতুন মেয়র, সে নিয়ে তৈরি হয়েছিলো একাধিক জল্পনা । পুরসভার মেয়র হিসাবে প্রথমেই নাম উঠে আসছিলো ববি হাকিমের । তারপরেই ছিলো ডেপুটি মেয়র অতিন ঘোষের নাম। একটা সময়তে অরুপ বিশ্বাসের নাম ও সামনে এসেছিলো পুরসভার মেয়র পদের জন্য। কিন্তু সব কিছুকে পিছনে ফেলে মেয়র হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়ের প্রিয় ববি হাকিম । আর ববি হাকিম মেয়র হওয়ার সঙ্গে সঙ্গে ইতিহাস তৈরি হলো । স্বাধীনতার পর এই প্রথম  সংখ্যালঘু মেয়র পেলো কলকাতা পুরসভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here