মিথ্যা খবর, জানালেন শ্রেয়া ঘোষাল

ওয়েবডেস্ক: বুধবার এক টুইট বার্তায় শ্রেয়া ঘোষাল জানিয়ে দিলেন যে আগরতলায় ৮ই ডিসেম্বর তার কোনো অনুষ্ঠান হচ্ছেনা। একজন ভক্তের টুইটে করা প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।

পলাশ পাল নামের ব্যক্তিটি তার টুইটে প্রশ্ন করেন, ” আগরতলায় একটি খবর শোনা যাচ্ছে যে আপনি নাকি ৮ই ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় আসছেন, এটি কি সঠিক ?”

এরপরই শ্রেয়া ঘোষাল তাকে জানান যে, ” আমার কোনো অনুষ্ঠান আগরতলায় হচ্ছে না। খবরটি সম্পূর্ণ মিথ্যা।”

প্রসঙ্গত, নর্থ-ইস্ট যুব উৎসবে ফসিলস ও অলকা ইয়াগনিক আসার পর শ্রেয়া ঘোষাল রাজ্যে আসছেন বলে শোনা যেতে থাকে। কিন্তু কোনো অফিসিয়াল তথ্য কেউই দিতে পাচ্ছিলেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here