নিজেস্ব প্রতিনিধি(কলকাতা)- শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফা দেওয়ার পরেই মেয়র হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সূত্রের খবর কলকাতার মেয়র হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ববির। কিন্তু বাঁধ সেধেছে পুরসভরা আইনে। পুরসভার বর্তমান আইন অনুযায়ী কাউন্সিলর নন এমন কাউকে মেয়র করা যায় না।