হাতে হাত ধরে বিধানসভা বয়কট সিপিএম-কংগ্রেসের

নিজেস্ব প্রতিনিধি(কলকাতা)- শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফা দেওয়ার পরেই মেয়র হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সূত্রের খবর কলকাতার মেয়র হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ববির। কিন্তু বাঁধ সেধেছে পুরসভরা আইনে। পুরসভার বর্তমান আইন অনুযায়ী কাউন্সিলর নন এমন কাউকে মেয়র করা যায় না।

 

ঘটনাচক্রে বৃহস্পতিবার বিধানসভায় একটি বিল আসে। সেই বিলে পুরআইনে সংশোধনী আনার কথা বলা হবে । ওই সংশোধনী অনুযায়ী, কাউন্সিলর নন এমন ব্যক্তি মেয়র হতে পারবেন । তবে তাঁকে ৬ মাসের মধ্যে কোনও ওয়ার্ড থেকে জিতে আসতে হবে ।

এই বিলের প্রতিবাদে ও শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফাকে কেন্দ্র করে বিক্ষোভে বসল বিরোধী দলনেতারা । বিলটি আসার পরই বিরোধী দলনেতারা বিধানসভা থেকে বেরিয়ে যান। বিধানসভার বাইরেই ধর্নায় বসেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here