সরকারি বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, উত্তেজনা ইসলামপুরে

গৌতম পাল(রায়গঞ্জ) সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর ।  ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে । মৃতের নাম নজরুল ইসলাম। দুর্ঘটনার পর পলাতক চালকসহ ঘাতক সরকারি বাস।

উত্তেজিত স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরুদ্ধ করে অপর একটি বেসরকারি বাসে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ।  পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। মৃতদেহ উদ্ধার  করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোপড়ার ঝাড়বাড়ি এলাকার বাসিন্দা নজরুল ইসলাম মোটরবাইকে চালিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে ইসলামপুর থেকে বাড়ি ফিরছিল । পেছন থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের শিলিগুড়িগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা মারে ওই মোটরবাইক আরোহীকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী নজরুল ইসলামের । উত্তেজিত স্থানীয় বাসিন্দারা ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে অন্য একটি বেসরকারি বাসে ভাঙচুর চালায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here