রাজ্যবাসীর জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিলো রাজ্যসরকার

ফাইল ছবি

আগরতলাঃ সারা ত্রিপুরা রাজ্যে এবার বিনামূল্যে প্রতিটি ঘরে ঘরে জল পৌঁছে দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার মহাকরনে সাংবাদিক সম্মেলনে এই ঘোষনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে অটল জলধারা মিশন।

রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন বাড়িতে জল পরিষেবা পৌঁছে দেওয়ার উপকার হবে প্রতিটি মানুষের। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন সারা রাজ্যে ৩ লক্ষ ৮০ হাজারের মত জলের কানেকশন সরকার দেবে। এর জন্য সরকারের খরচ হবে সাড়ে প্রায় ২৪ কোটি টাকা । সেটাও রাজ্য সরকার বহন করবে । এছাড়া অনান্য আনুসাঙ্গিক যে খরচ প্রায় ১৫০০টাকা করে খরচ পড়বে এবং যার আনুমানিক খরচ হবে ৭৮ কোটি টাকা সেটাও সরকার বহন করবে ।

অটল জল্ধারা প্রকল্পের জন্য রাজ্য সরকারে মোট খরচ হবে প্রায় ১০৫ কোটি টাকার মতন । মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন নতুন পানীয় জলের সংযোগ কার্যকর হওয়ার তারিখ থেকে আগামী ৩ মাস পর্যন্ত পানীয় জলের কোন চার্জ দিতে হবেনা। অপর দিকে রাস্তার কলগুলিতে যাতে জলের অপচয় না হয় সেই জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নজরদারী চালানো হবে বলে জানানো হয়েছে । আজকের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা।  সরকারের এই সিদ্ধান্তে ফলে উপকৃত হবে সারা রাজ্যের মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here