সন্দীপের আত্মবলিদানকে মনে রেখেছেন ?

ওয়েবডেস্ক: ২০০৮ সালের ২৬শে নভেম্বর রাতে মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলায় দেশবাসীকে রক্ষা করতে আত্মবলিদান দেন ভারত মায়ের সেই বীর সন্তান মেজর সন্দীপ উন্নিকৃষ্ণান। যার বীরত্বের কাহিনী আজও এনএসজি কমান্ডো দফতরে সবার মুখে মুখে।

২৬শে নভেম্বর সন্ধ্যারাতেই পাকিস্তানী সন্ত্রাসবাদীগোষ্ঠী লস্কর-ই-তৈবার জঙ্গিদের বর্বরোচিত আক্রমণে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল মুম্বাই শহর। গুলির লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছিল দেশপ্রেমিকদেরই। কিন্তু তার আগেই শহীদ হন পুলিশ -এনএসজি কমান্ডোসহ ১৭ জন। যার মধ্যে ছিলেন এনএসজি কমান্ডো মেজর সন্দীপ উন্নিকৃষ্ণানও।

সেদিন জঙ্গি নিধনের দায়িত্ব নিয়েছিল এনএসজি ৫১ স্পেশাল অ্যাকশন গ্রুপ। যে অভিযানের মুখ্য দায়িত্বে ছিলেন মেজর সন্দীপ উন্নিকৃষ্ণান। অপারেশন চলাকালীন তিনি দেখতে পান তাজ হোটেলের একটি ঘরে কয়েকজন মহিলাকে আটকে রেখেছে জঙ্গিরা। তাদের উদ্ধারে চেষ্টা চালালে জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হন সন্দীপের এক সহকর্মী সুনীল যাদব। সহকর্মীকে বাঁচাতে ও জঙ্গিদের প্রতিহত করতে গিয়ে ডানহাতে গুলি লাগে মেজর সন্দীপের। কিন্তু সহযোদ্ধাদের নিরাপদে রাখতে গিয়ে তিনি বলতে থাকেন, “কেউ উপরে উঠে এসো না। আমি একহাতে সামলে নেবো।” মেজর সন্দীপের সেদিনের আত্মবলিদানে হার মানতে বাধ্য হয় জঙ্গিরা। তাই এনএসজি কমান্ডো দফতরে শহীদ মেজর সন্দীপ আজও সেনাদের অনুপ্রেরণা।

error: Content is protected !!