BREAKING: সাব্রুমে বিজেপির বুথ সভায় হামলা হুজ্জুতি, পুলিশের লাঠিচার্জ, আহত ৬

ওয়েবডেস্ক: ৪০ সাব্রুম মন্ডলের অন্তর্গত মনুঘাটের বেতাগা পঞ্চায়েতে ১৭ ও ১৮ নং বুথসভায় এক মদমত্ত উৎশৃঙ্খল মাস্টারের অতর্কিত হামলায় বিজেপি দলের পাঁচ জন আহত হয়েছে।

কিন্তু পুলিশ দুই ঘণ্টা পর পৌছলে বিজেপি দলের কার্যকর্তারা পুলিশকে বিলম্বের ঘটনা জানতে চাইলে এসআই স্বপন দের্ব্বমার নেতৃত্বে দলের কার্যকর্তাদের উপর লাঠিচার্জ করতে থাকে। পুলিশের লাঠি চার্জে ছয় জন আহত হয়।

error: Content is protected !!