প্রতীক্ষার অবসান, ১লা ডিসেম্বর থেকেই বাড়ছে বেতন

ওয়েবডেস্ক: ১লা ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য নতুন বেতনক্রম। রাজ্যের অর্থ দফতর থেকে বিভিন্ন দফতরের ডিডিওদের সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। ডিডিওরা ইতিমধ্যেই নিজ নিজ বিভাগে করনিকদের নিয়ে রাজ্য সরকারের এই আদেশ বাস্তবায়নে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে।

তবে সপ্তম পে কমিশন চালু হওয়ার পর অতি শীঘ্রই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নয় শতাংশ ডি.এ ঘোষণা করা হবে বলে বিশ্বস্ত খবর। তাছাড়া বাড়ি ভাড়া সিসিএ, চিকিৎসা ভাতা পর্যায়ক্রমে সংশোধন করা হবে বলে সূত্রের দাবি ।

কিন্তু অন্যদিকে রাজ্য সরকারের ৬১২৩৪ জন পেনশনভোগী অর্থমন্ত্রকের এই আদেশ গুয়াহাটিতে ভারতের রাজ্য ব্যাংক এসবিআই জোনাল অফিসে পৌঁছায়নি বলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কারণ বিগত দিনেও পূর্ববর্তী সরকারের বেতন পর্যালোচনা কমিটির সুপারিশ কার্যকর করার পর সংশোধিত পেনশন প্রদান করতে এসবিআই দীর্ঘ সময় নিয়েছিল। তাই গুয়াহাটি এসবিআই জোনাল অফিসে রাজ্য অর্থ দফতরের এই আদেশ দ্রুত প্রেরণের জন্য অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মার সাথে দেখা করার পরিকল্পনা করছেন রাজ্য সরকারের পেনশনভোগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এক প্রতিনিধি দল।

error: Content is protected !!