রাজ্য সরকার উপজাতীয় পরিষদকে আর্থিকভাবে বঞ্চনা করছে, রাধাচরণ দেববর্মা

ওয়েবডেস্ক: সম্প্রতি উপজাতীয় পরিষদের সদর দফতর খুমলুঙে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় বক্তব রাখতে গিয়ে পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা অভিযোগ করেন, “বর্তমান রাজ্য সরকার উপজাতীয় পরিষদকে আর্থিকভাবে বঞ্চনা করছে।পরিষদ এলাকায় উন্নয়ন স্তব্ধ করার জন্য বিভিন্ন ভিলেজ কাউন্সিলে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।”

রাধাচরণ দেববর্মা আরও বলেন, “উপজাতীয় পরিষদ এলাকায় উন্নয়নমূলক কাজকর্ম চালানোর জন্য ২৬.৩০ কোটি টাকার প্রয়োজন কিন্তু রাজ্য সরকার মাত্র ১১.১২ কোটি টাকা বরাদ্দ করেছে। তাই উপজাতীয় পরিষদ এলাকায় উন্নয়ন মূলক কাজকর্ম দিনের পর দিন মুখ থুবড়ে পড়ছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here