প্রতিবেশী দেশের মন পেতে ফাঁদ পাতলো চীন

ওয়েবডেস্ক: বাংলাদেশের মানুষের জন্য এখন থেকে (অন এরাইভাল) সেদেশে পৌঁছনোর পর ভিসা দেবে চীন। সূত্রে জানা গেছে, এখন থেকে যেকোনো প্রয়োজনে অর্থাৎ বাণিজ্যিক প্রয়োজনে, প্রকল্প মেরামত, পর্যটন ও অন্য কোনো কাজের জন্য এই ভিসা পাবে বাংলাদেশের মানুষ। এই ভিসায় চিনে যাওয়া বাংলাদেশের নাগরিকরা সর্বোচ্চ ত্রিশ দিন থাকতে পারবে।

চীনা দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলে, চিনে ভ্রমণের জন্য সেদেশের পর্যটন সংস্থাগুলোর মাধ্যমে যেতে হবে। আরও জানানো হয়, অন এরাইভাল ভিসা প্রাপক অবশ্যয় বাণিজ্যিক কাজ, প্রকল্প মেরামত বা অন্য কোনো জরুরি কাজের জন্য চীন এর পক্ষ থেকে কোন না কোন আমন্ত্রণ পেতে হবে।

error: Content is protected !!