মদমত্ত শিক্ষকের তান্ডব সাব্রুমে, আহত ৫

ওয়েবডেস্ক: সাব্রুম মন্ডলের অন্তর্গত মনুঘাটের বেতাগা পঞ্চায়েতের আয়োজিত বিজেপি দলের এক সাংগঠনিক সভায় মদমত্ত এক উচ্ছশৃঙ্খল শিক্ষকের হামলায় আহত হন ৫জন বিজেপি কর্মী।

সোমবার বিকেল তিন ঘটিকায় বেতাগা পঞ্চায়েতের ১৭ ও ১৮নং বুথের বিজেপি কার্যকর্তাদের নিয়ে বিজেপির বিস্তারক প্রসেনজিৎ দেবনাথ ও মহিলা মোর্চার সভানেত্রী সবিতা ভৌমিক এবং মন্ডলের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু সভা শুরু হতেই এলাকার মদমত্ত শিক্ষক শান্তিপ্রিয় ত্রিপুরা লাঠি নিয়ে বিজেপি কর্মীদের উপর অতর্কিতে হামলা চালায় এবং এই এলাকায় বিজেপি দলের কোনো সভা করা যাবেনা বলে হুমকি দিতে থাকে। ঘটনাটি তৎক্ষণাৎ সাব্রুম থানায় জানানো হলেও পুলিশ আসে দুই ঘন্টা পর।

পুলিশের বিলম্বে আসা নিয়ে বিজেপির কর্মকর্তারা বিক্ষোভ দেখালে এসআই স্বপন দেববর্মার নেতৃত্বে টিএসআর বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করে। যাতে আরও ছয়জন বিজেপিকর্মী আহত হন। উত্তেজিত বিজেপিকর্মীরা সোমবার সন্ধ্যায় সাব্রুম থানায় জোর হয়ে ঘটনার সুষ্ঠ বিচারের দাবিতে থানায় মামলা করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here