কচিকাঁচাদের জন্য সুখবর

ওয়েবডেস্ক: কচিকাঁচাদের স্কুল ব্যাগের ওজন কমাতে উদ্যোগ গ্রহণ করলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। গত ৫ই সেপ্টেম্বর এমএইচআরডি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের কাছে আবেদন জানায়। যে আবেদনের ভিত্তিতে গত ২০ই নভেম্বর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এক নির্দেশিকা জারি করে এবং দেশের সমস্ত বিদ্যালয়ে এই আদেশ যাতে সম্পূর্ণভাবে পালিত হয় সে বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করে।

নির্দেশিকায় এটাও জানানো হয় যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের ওপর এনসিইআরটি নিয়মের বাইরে কোনো বাড়তি বোঝা চাপাতে পারবেন না শিক্ষক শিক্ষিকারা। পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য স্কুল ব্যাগের ওজনও নির্ধারিত হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এই নির্দেশিকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here