সিপিএমের নতুন রাজ্য সম্পাদক গৌতম দাশ

ওয়েবডেস্ক: রবিবার ২৫শে নভেম্বর রাজধানীর টাউন হলে সিপিএমের দুদিনের রাজ্য সম্মেলন শুরু হয়। সোমবার রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

২২তম এই রাজ্য সম্মেলনে মানিক সরকার, বাদল চৌধুরী, নারায়ণ রূপিণী, অঘোর দেববর্মা, তপন চক্রবর্তী, গৌতম দাশ, মানিক দে, নারায়ণ কর, বিজন ধর, রমা দাস, রমেশ জমাতিয়া, রতন ভৌমিক ও সুব্রত চক্রবর্তীসহ ৭৫ সদস্যের নতুন রাজ্য কমিটি তৈরী হয়। রাজ্য সম্পাদক বিজন ধরের স্থলাভিষিক্ত হন গৌতম দাশ। তিনি দলের মুখপাত্র “ডেইলি দেশের কথা” পত্রিকার সম্পাদক হিসাবে দীর্ঘ ত্রিশ বছর নিযুক্ত ছিলেন।

বিগত বছরে দলের সদ্য প্রাক্তন রাজ্য সম্পাদক বিজন ধর রাজ্যের সিপিএমকে পরিচালনা করলেও ক্ষমতা হারানোর পর এই সংকট থেকে দলকে গৌতম দাশ পুনুরুজ্জীবিত করবেন বলে মনে করছেন সিপিএম নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here