বিয়ের পিঁড়িতে বসার আগে স্বপ্ন পূরণ হলো ছন্দার

বাঁকুড়া(পশ্চিমবঙ্গ): নিজের বিবাহ আসরে রক্তদান শিবিরের আয়োজন করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করলেন ছন্দা মণ্ডল। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির প্রত্যন্ত গ্রাম কুঁকড়াঝোড়ের ছন্দার এই অভিনব উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন পরিবারের সকলের সঙ্গে আত্মীয় স্বজন এমনকি বিয়ের কাজে নিযুক্ত পুরোহিতও।

শনিবার গোধূলী লগ্নে ছন্দার বিয়ে। পাত্র দুর্গাপুরের সবন। দিনের আলোতে একদিকে যখন বাড়ির সকলে গায়ে হলুদের আয়োজনে ব্যস্ত, ঠিক তখনই বিয়ের জন্য বাঁধা প্যাণ্ডেলেই রক্তদান শিবিরের তদারকিতে ব্যস্ত ছন্দা।

ছন্দা জানান, “ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল দেশের জন্য সমাজের জন্য কিছু করার। আজ সেটা করতে পেয়ে খুব ভালো লাগলো। প্রথমে আমি বাবা, কাকাকে বলার পর তারা আমাকে উৎসাহ দেয়। আমি চাই রক্তদান করতে আরো মানুষ এগিয়ে আসুক।”

তার প্রতিবেশী রাজিব টিকিয়া রক্তদান করার পর জানান, “রক্তদান হলো জীবনদান। ছন্দা সবসময় চাইতো সমাজের জন্য কিছু করার তাই ওর বিয়ের দিন রক্ত দেন করে খুবই ভালো লাগছে। এর মাধ্যমে আমরা হাজার হাজার রোগীকে বাঁচাতে পারবো।”

ছন্দার কাকা কার্তিক মন্ডল বলেন, “বিয়ের ববিভিন্ন ঝামেলা সত্বেও মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমি প্রত্যেক মানুষকেই বলব, যদি আপনারা সেবামূলক কাজে এগিয়ে আসেন তালে সমাজের জন্যই ভালো হবে।”

error: Content is protected !!