পড়ুয়াদের উপর নির্মমভাবে লাঠিচার্জ, জেলা সুপারকে ডেপুটেশন পড়ুয়াদের

হক জাফর ইমাম(মালদা,পশ্চিমবঙ্গ): ১৫ই নভেম্বর মালদা গনিখাঁন চৌধুরী কারিগরি ইউনিভার্সিটির ক্যাম্পাসে পড়ুয়াদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করার ঘটনায় বহু ছাত্রছাত্রী হতাহত এবং ছাত্রছাত্রীদের মধ্যে একজনের হাত ভাঙার অভিযোগ মালদা থানায় না নেওয়ায় সোমবার মালদা জেলার সুপারের অবর্তমানে অ্যাডিশনাল এসপি হেডকোয়াটার মালদা অরিন্দম সরকার ডাব্লুবিপিএসের হাতে ডেপুটেশনের কপি তুলে দেন গনিখাঁন চৌধুরী কারিগরি ইউনিভার্সিটির পড়ুয়ারা।

ডেপুটেশনের শেষে গনিখাঁন চৌধুরী কারিগরি ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ছাত্র সাহিল জাহিদি সংবাদমাধ্যমকে বলেন, “আমরা আজ মালদা জেলা সুপারের কাছে ডেপুটেশন পত্র জমা দিতে এসেছিলাম জেলা সুপারের অবর্তমানে অ্যাডিশনাল এসপি হেডকোয়াটার মালদা অরিন্দম সরকার ডাব্লুবিপিএসের হাতে আমরা ডেপুটেশন কপিটি তুলে দিলাম। আমাদের দাবি ছিল ১৫ই নভেম্বর গনিখাঁন চৌধুরী কারিগরি ইউনিভার্সিটির ক্যাম্পাসের কর্তৃপক্ষোরকে শুধুমাত্র রেজাল্ট ও মডিউলার প্যাটার্ন অনুযায়ী ভর্তির কথা জিজ্ঞেস করা মাত্রই নির্মমভাবে পড়ুয়াদের উপর লাঠিচার্জ করা হয়, ঘটনায় বহু ছাত্রছাত্রী হতাহত হয়। এমনকি পড়ুয়াদের মধ্যে একজনের হাত ভেঙে যায়।

সে আরও বলে যে, “ঘটনার অভিযোগ মালদা থানাতে জানাতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে। তারই প্রতিবাদে কয়েকদিন আগে আমরা ছাত্রদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠির মাধ্যমে জানিয়েছি । অ্যাডিশনাল এসপি হেডকোয়াটার মালদা অরিন্দম সরকার ডাব্লুবিপিএস আমাদের আশ্বাস দিয়েছেন এবং সমস্যা সমাধানের জন্য সময় চেয়েছেন ।আমরা দুই দিনের সময় দিয়েছি যদি সমস্যার সমাধান ও দোষীদের শাস্তির ব্যবস্থা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।”

error: Content is protected !!