আবার জীবিত হলেন অভিনেতা, কিভাবে ?

ওয়েবডেস্ক: মৃত মানুষ জীবিত হলেন প্রায় ৪ বছর পর ! অবাক হচ্ছেন ? কথাটি সম্পূর্ণ সত্যি।
তামিল সিনেমার বিখ্যাত কৌতুক অভিনেতা এম.এন. নারায়ণা আবার জীবিত হয়ে উঠলেন, সৌজন্যে সোশ্যাল মিডিয়া। বিখ্যাত এই অভিনেতার হাস্যকর কান্ডকারখানা দেখতে অভ্যস্ত ছিল সিনেমাপ্রেমীরা।অভিনেতাদের কুশলতা হয়তো থেকে যাবে হাজার বছর, মৃত্যুর পরও তিনি জীবিত থাকবেন রুপোলি পর্দায়। সেই জন্যেই তো নারায়ণার মৃত্যুর এত বছর পরও তাকে ভালোবাসার মানুষের কমতি হয়নি।
কিন্তু তিনি আবার জীবিত হলেন, কিভাবে ? ২০১৫ সালের ২৩শে জানুয়ারী তিনি তো আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আবার ফিরে এলেন, ফেসবুকের দৌলতে। রবিবার হঠাৎ তার মৃর্ত্যুর খবর পান ফেসবুকের নারায়ণাপ্রেমীরা। যারা ভাবতেন তিনি আজও জীবিত। ফেসবুকে তার হাজার হাজার ভক্তদের টাইমলাইনে পোস্টে তার প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়, আবার কেউ কেউ গভীর দুঃখপ্রকাশ করে। বিভিন্ন ফ্যান পেজ থেকে শুরু করে নিউজ পেজেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

কিন্তু সত্যতা কি? কিভাবে মৃত্যুর ৪বছর পরে ছড়িয়ে গেলো তার মৃত্যুর খবর ?

খবরটির তথ্য অনুসন্ধান করতে গিয়ে জানা গেল, নেপালের চিয়াঙ তামাং নামে একজন মডেল রবিবার রাত্রে নারায়ণার মৃত্যুর খবর জানিয়ে একটি পোস্ট করে। তারপর ওই পোস্টটিকে সাড়ে সাত হাজার লাইক ও আঠারো হাজার শেয়ার করা হয়।
বলাবাহুল্য, সত্যতা যাচাই না করেই পোস্টটি শেয়ার করতে থাকেন নেটপ্রেমীরা। আর তাদের দৌলতেই এক আশ্চর্য ঘটনা ঘটে গেলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here