মৃত্যুপুরীর ১০বছর, আজও আঁতকে ওঠে ভারতবাসি

ওয়েবডেস্ক: সোমবার ২৬শে নভেম্বর পাকিস্তানী সন্ত্রাসবাদীগোষ্ঠী লস্কর-ই-তৈবা কর্তৃক মুম্বাই হামলার দশ বছর পূর্তি হলো। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ২৬শে নভেম্বর মুম্বাই হামলার দিনটি কোনোভাবেই ভোলা যাবেনা, এই ঘটনার দোষীদের শাস্তি পেতেই হবে।

২০০৮ সালের ২৬শে নভেম্বর পাকিস্তানী সন্ত্রাসবাদীগোষ্ঠী লস্কর-ই-তৈবার দশ জঙ্গি মুম্বাই শহরের ১২টি গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে ৪দিন ধরে নির্বিচারে বোমা ও গুলি বর্ষণের মাধ্যমে নিরীহ মানুষের হত্যালীলা চালায়। যদিও পরে লস্কর-ই-তৈবার জঙ্গিরা ভারতীয় সেনাবাহিনীর হাতে প্রাণ হারায় এবং আজমল কাসভ নামে এক পাকিস্তানী জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরে ভারতীয় বিচারব্যবস্থায় আজমল কাসভের ফাঁসি হয় এবং ২০১২ সালে ২১শে নভেম্বর পুনেতে আজমল কাসভের ফাঁসি বাস্তবায়িত হয়।

কিন্তু তৎকালীন ভারত সরকার পাকিস্তান সরকারের কাছে এই হামলার সব ধরণের তথ্য তুলে দিলেও উগ্রবাদী সংগঠন লস্কর-ই-তৈবার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করেনি পাকিস্তান সরকার। উল্টে নির্বাচনী লড়াই করার জন্য লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সৈয়াদকে মুক্তমঞ্চ তৈরী করে দিয়েছে পাকিস্তান। এখনও সেই ভয়াবহ মুম্বাই হামলার দিনটির কথা স্মরণ করে আঁতকে ওঠে ভারতবাসি।

error: Content is protected !!