মায়েরা যখন জাগবে তখন সমাজ জাগবেঃ প্রতিমা ভৌমিক

আগরতলাঃ “আমাদের পরম বৈভবশালী ভারতবর্ষে আমাদের মায়েদের ইতিহাস ও গৌরবজ্জল ইতিহাসকে সামনে রেখে মাতৃজাতীর প্রতি মানুষের যে একটা আচরন সেই আচরনকে আমরা বার্তা দিতে চাইছি মায়েরা শক্তিশালী, মায়েরা যখন জাগবে তখন সমাজ জাগবে। মায়েরা যে কি করতে পারে তাঁর একটা ঝলক আগরতলাবাসীকে আজ আমরা দেখালাম । আমরা সুস্থ সমাজ চাইছি। সুস্থ সমাজ গড়ার সংকল্প আমরা নিয়েছি । আমরা সুস্থ সমাজ গড়ে তুলবোই। রবিবার সকালে বিশ্ব হিন্দু পরিষদ এবং মাতৃশক্তি ও দুর্গা বাহিনী সাধ্বী সম্বর্ধনা অনুষ্ঠানের শোভাযাত্রায় অংশ নিয়ে একথা বললেন বিজেপির রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক ।

দুপুরে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের আগে সকালে রাজধানীতে সুবিশাল র‍্যালী করে দুটি সংগঠনের পুরুষ ও মহিলারা।জেলরোড মাঠ থেকে র‍্যালীটি শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শেষ হয়। আজকের এই র‍্যালীতে মানুষের উপস্থিতি ছিলো লক্ষ করার মত।

foodzone

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here