চোর যখন ঘরে বাকিদের দোষে লাভ কি!

প্রতীক নাথ(ধর্মনগর প্রতিনিধি) চোর যখন ঘরে বাকিদের দোষে লাভ কি? পিতার বাইক চুরি করে পুলিশের জালে ধরা পড়ল পুত্র। ঘটনা ধর্মনগর থানা এলাকার যোগেশ্বর শরণী এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ-গত 17 নভেম্বর শান্তি দেবনাথের বাইকটি চুরি হয় তিনি যথারীতি থানায় অভিযোগ করেন এবং পুলিশ তদন্তে নামে। পুলিশ জানিয়েছে শান্তি দেবনাথ  মৌখিকভাবে বাইক চুরির অভিযোগ করেছিলেন প্রথমে। তারপর বুধবার সকালে একটি এফ আই আর করেন থানায়।

বুধবার সন্ধ্যায় ধর্মনগর থানার ওসি গোপন সূত্রের খবরের ভিত্তিতে জানতে পারেন যে এই বাইক চুরির ঘটনায় শান্তি দেবনাথের ছেলে শুনু দেবনাথ ও তার এক বন্ধু জড়িত রয়েছে। এরপর পুলিশ পিতা পুত্রকে থানায় ডাকে এবং পুত্র শুনু নাথ কে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। পুলিশের সামনেই লজ্জায় মাথা হেট হয়ে যায় পিতার। চোর যখন ঘরে বাকিদের দোষ দিয়ে  লাভ কি ।

শুনু দেবনাথের  সাথে তার বন্ধু অজয় চন্দ্রনাথের ও নাম উঠে আসছে এই বাইক চুরির ঘটনায়। ধর্মনগরে এর আগেও বহুবার বাইক চুরির ঘটনা ঘটেছে। যেভাবে শান্তি দেবনাথ এর বাইক চুরি হয়েছে তাতে কি পুলিশের সন্দেহ সম্পূর্ণ পরিকল্পনার সহীত বাইক টি চুরি করা হয়েছে । বৃহস্পতিবার  গভীর রাতে দেওছরা অজয় দেবনাথ এর বাড়িতে থেকে চুরি হওয়া বাইক টি উদ্ধার করে পুলিশ । তার সাথে অজয় শুনু কে গ্রেপ্তার করে পুলিশ তাদের আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানান ধর্মনগর থানার ওসি বেণীমাধব দে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here