শুরু হলো ষষ্ঠ মুরাসিং স্যোসিয় কালচারাল ফেস্টিভ্যাল ২০১৮

নিজেস্ব প্রতিনিধি(উদয়পুর) বিধায়ক রামপদ জামাতিয়ার হাত ধরে শুভ সূচনা হলো ষষ্ট মুরাসিং সোসিয় ক্যালচারাল ফেস্টিভ্যাল ২০১৮। বুধবার সন্ধ্যায় উদয়পুরের কাঁকড়াবনস্থিত সাউথ রানীতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন  বিধায়ক রামপদ জামাতিয়া সহ সভায় আগত অনান্য অতিথিরা । বিধায়ক রামপদ জমাতিয়া ছাড়াও উপস্থিত ছিলেন নারায়ন কুমার মুরাসিং, গোমতী জেলার জেলাশাসক তরুনকান্তি দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী তরুন কান্তি দেবনাথ সহ অনান্যরা।

অনুষ্ঠানের শুরুতেই সভায় আগত অতিথিদের বরন করে নেওয়া হয় উৎসব কমেটির পক্ষ থেকে। এখনও জামাতিয়ারা গোমাতা হিসাবে গরুকে পুজো করে এবং পালন করে থাকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন বিধায়ক রামপদ জামাতিয়া। ফেস্টিভ্যাল উপলক্ষে দোকানিরা তাদের পসরা সাজিয়ে মেলায় বসেছেন। রয়েছে হরেকরকমের দোকান। আর ফেস্টিভ্যালের প্রথম দিন থেকেই ঢল নেলেছে উৎসব মুখর মানুষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here