জম্মু ও কাশ্মীরে নতুন সরকার তৈরী হচ্ছে ?

ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরে নতুন সরকার তৈরী করতে চলেছে পিডিপি। তাদের প্রধান বিরোধী দল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস এই সরকারকে সমর্থন দেবে।

বুধবার মেহেবুবা মুফতি জম্মু-কাশ্মীরের গভর্নর এস.পি. মালিকের কাছে নতুন সরকার গঠন করার দাবি জানান। তিনি দাবি জানিয়ে বলেন, রাজ্যে নতুন সরকার গঠনে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স সমর্থন জানাবে।

২০১৪ সালের বিধানসভা নির্বাচনে ৮৭ আসনবিশিষ্ট বিধানসভায় পিডিপি ২৮টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নির্বাচিত হয়। বিজেপি, কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স যথাক্রমে ২৫টি, ১২টি ও ১৫টি আসনে জেতে। এরপরে রাজ্যের প্রাক্তন মুখমন্ত্রী ও পিডিপি প্রধান স্বর্গীয় মুফতি মহম্মদ সইফ বিজেপির সাথে জোট করে সরকার গঠন করে। ২০১৬ সালে তাঁর মৃত্যুর পরে কন্যা মেহেবুবা মুফতি রাজ্যের মুখ্যমন্ত্রী হন।

গত ১৯শে জুন বিজেপি সেই সরকার থেকে সমর্থন তুলে নেয়। তাদের অভিযোগ ছিল, রাজ্যের আইন শৃঙ্খলাকে মেহেবুবা মুফতি সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। যার জন্য রাজ্যে সন্ত্রাসবাদী হামলা হচ্ছে এবং জম্মু কাশ্মীরের যুবকেরা বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করছে। তারপর থেকে রাজ্যে গভর্নর শাসন চলছে।

error: Content is protected !!