জিন্দা লোগোকি সরকার বনিহে ত্রিপুরা মেঃ সুনীল দেওধর

আগরতলাঃ “জিন্দা লোগোকি সরকার বনিহে ত্রিপুরা মে”। আজ ত্রিপুরা মুক্ত । আজ কারো মনে কোন ভয় নেই।  বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত একটি বেসরকারি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন নতুন সরকারের আমলে রাজ্যের ছেলেমেয়েদের প্রতিভা সারা দেশে ছড়িয়ে পড়ছে।

আজকের অনুষ্ঠান থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে তীব্র কটাক্ষ করেন বিজেপি রাজ্য প্রভারী । কটাক্ষের সুরে তিনি বলেন, রাহুল দেববর্মণ, শচিন দেব বর্মণের নাম জেনে আমি ত্রিপুরার নাম প্রথম শুনেছিলাম । এদের নামেই আজ ত্রিপুরার পরিচিতি সারা দেশে । মানিক সরকারের নামে দেশ কখনই ত্রিপুরাকে চেনেনি আর ভবিষ্যতেও চিনবেনা ।

সুনীল দেওধর আরও জানিয়েছেন তিন মার্চ যদি রাজ্যে সরকারের পরিবর্তন না হতো তাহলে রাজ্য শ্মশানে পরিনত হতো। আজকের এই অনুষ্ঠানে সুনীল দেওধর ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ সহ অনান্য অতিথিরা।

error: Content is protected !!