চোখের নিচে কালো দাগ কমাতে পারে গ্রীন টি

ওয়েবডেস্ক: আজকালকার সবচেয়ে সাধারণ একটি ব্যাপার যেটি ছেলে-মেয়েদের সৌন্দর্যে বাধা সৃষ্টি করে সেটি হলো চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল।

ব্যস্ত জীবনে নিজের শরীরের যত্ন নেওয়ার সময় আমাদের নেই, বেড়ে চলেছে কাজের চাপ এবং তার ফলে দেখা দিচ্ছে অনিদ্রাসহ বিভিন্ন রোগ। এই অনিদ্রাই হলো চোখের নিচের কালো দাগের মূল কারণ।

এর সমাধান করতে পারে গ্রিন টি। কারণ এতে রয়েছে ট্যানিন ও থিওফাইলিন যা কালো দাগ দূর করতে সাহায্য করে। এই উপায়টিতে সহজেই খুব কম সময়ের মধ্যে নিজেদের ওপর প্রয়োগ করা যায়।

প্রথমে একটি গ্লাসে জল নিয়ে তাতে গ্রিন টি ব্যাগ ডুবিয়ে আধ ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পর টি ব্যাগ থেকে হালকা জল ঝরিয়ে ২০ মিনিটের জন্য চোখের পাতার উপর রেখে দিতে হবে। এই ভাবে সপ্তাহে অন্তত দুবার ব্যবহার করলে পরিবর্তন লক্ষ্য করা যাবে।

error: Content is protected !!