আর নোংরা টয়লেট ব্যবহার করে রোগে পড়বেনা মেয়েরা,আসলো ডিভাইস

ওয়েবডেস্ক: মেয়েদের পাবলিক টয়লেটে ব্যবহারের সুবিধার্থে দিল্লী আইআইটির ছাত্ররা “স্ট্যান্ড এন্ড পি” নামে একটি ডিভাইস তৈরী করেছে, যার প্রয়োগে তারা হাইজিন সমস্যাগত বিভিন্ন রোগ থেকে রক্ষা করবে।
বেশিরভাগ সময়েই দেখা যাই যে পাবলিক টয়লেটগুলি নোংরা থাকে এবং সেখানেই মেয়েরা টয়লেট করতে বাধ্য হয়। বসে বসে টয়লেট করার ফলে অপরিষ্কর টয়লেটের বিভিন্ন রোগের জীবাণু সহজেই তাদের গোপনাঙ্গের সংস্পর্শে আসে এবং তারা বিভিন্ন হাইজিন সমস্যায় ভোগে।

এই সম্পর্কে সানফের সহ-প্রতিষ্ঠাতা ও বিটেক ছাত্র অর্চিত আগারওয়াল বলেন, “পাবলিক ওয়াশরুমে স্বচ্ছতার অভাবের প্রতি দুইজন নারীর মধ্যে একজনের প্রস্রাবের সংক্রমণ (ইউটিআই) দেখা দেয়। এর জন্য আমরা এই “স্ট্যান্ড এন্ড পি” ডিভাইসটি আবিষ্কার করেছি যাতে তারা টয়লেট আসন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারে এবং সংক্রামিত হওয়ার সম্ভাবনা থেকে নিজেদের রক্ষা করতে পারে। গর্ভবতী,আর্থারিসিস মহিলাদের জন্য যন্ত্রটি আদর্শ, রেলওয়ে স্টেশন, ট্রেন ও বাস টার্মিনালগুলির পাবলিক টয়লেটগুলিতে ব্যবহার করা যাবে।”

তিনি আরো জানান যে এই ডিভাইসটি তৈরী করতে যে উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলি খুবই নরম ও নমনীয়। যেকোনো পোশাকের সাথে স্বাছ্যন্দ ডিভাইসটি।

error: Content is protected !!