আন্দামানের নিষিদ্ধ দ্বীপে খ্রীষ্টান মিশনারির মৃতদেহ

ওয়েবডেস্ক: মঙ্গলবার আন্দামান-নিকোবর দ্বীপুঞ্জের নিষিদ্ধ এলাকায় একজন আমেরিকাবাসী খ্রীষ্টান মিশনারির মৃতদেহ পাওয়া গেছে। এএনআই নিউজ এজেন্সি ব্যক্তির পরিচয় প্রকাশ করে, তার নাম জন এলেন চাও।

স্থানীয়সূত্রে জানা গেছে যে , তিনি উত্তর সেন্টিনেল দ্বীপের আদিবাসীদের খ্রীষ্টান ধর্মে নিয়ে আসার চেষ্টা করছিলেন এবং একজন মৎসজীবীর সাহায্যে সেই দ্বীপে পৌঁছান, তারপরেই তাকে ওখানকার আদিবাসীরা হত্যা করে। এই ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

আন্দামানের শিখা পত্রিকা জানিয়েছে যে, এর আগেও ওই ব্যক্তি ৫বার সেন্টিনেল দ্বীপে গিয়েছিলেন এবং সেখানে খৃস্টান ধর্ম বিস্তার করতে চেয়েছিলেন ।

উত্তর সেন্টিনেল দ্বীপটির আদিবাসীরা সভ্যসমাজে থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন।প্রায় ৫০জন বাসিন্দা থাকে এই দ্বীপে এবং এরা কোন মুদ্রা ব্যবহার করেনা। ভারতীয় আইন এখানকার জনগণের অধিকার রক্ষা করে। তাদের দ্বীপে যাওয়া বা তাদের সাথে কোনোরকম যোগাযোগ করা ভারতীয় আইন অনুযায়ী অপরাধযোগ্য। এমনকি তাদের ভিডিও তোলা নিষিদ্ধ। ২০১৭ সালে ভারত সরকার নির্দেশিকা জারি করে বলে যে সেন্টিনেল দ্বীপের আদিবাসীদের সম্পূর্ণভাবে গোপনীয়তা রক্ষা করতে কোনোরকম ভিডিও তোলা ও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা আইনত নিষিদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here