থাই রাজকুমারী অন্তিম উপহারে কি পেলেন ত্রিপুরাবাসীর থেকে ?

ওয়েবডেস্ক: থাই রাজকুমারী মহাচক্রী শিরিনধর্ন রাজ্যের ছবি অলংকৃত করে ঘুরে গেলেন ত্রিপুরা রাজ্যের শতাব্দী প্রাচীন শৈবতীর্থে, প্রশংসা করলেন ভারতীয় শিল্পকলা ও সংস্কৃতির। রাজ্যের অন্যান্য পর্যটনকেন্দ্রগুলিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও সময়ের অভাবে যেতে পারেননি। তবে আবার ত্রিপুরাতে আসার ইচ্ছাপ্রকাশ করেছেন। যাওয়ার সময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে উপহারসামগ্রীর আদান-প্রদান করেন। মুখ্যমন্ত্রীকে কাগজনিবন্ধ উপহারের বিষয়ে জানা না গেলেও, মুখ্যমন্ত্রীর রাজকুমারীকে দেওয়া উপহারটির বিষয়ে তথ্য জানা গেছে।

ভারতবর্ষের ভূমিতে জন্মানো বিভিন্ন ধর্মের মধ্যে অন্যতম প্রধান ধর্ম হল বৌদ্ধ ধর্ম। রাজকুমারী মহাচক্রীও এই ধর্ম অনুসরণ করেন। তাই তার পূজ্য ভগবান গৌতম বুদ্ধের মূর্তি উপহার দেন মুখ্যমন্ত্রী। বুদ্ধের বসে ধ্যানমগ্ন হওয়ার চিত্র বেশিরভাগ সময় দেখা যায়, কিন্তু গৌতম বুদ্ধের শতাব্দী প্রাচীন একটি চিত্রকলা মূর্তি আছে যেটিতে ভগবান বুদ্ধ দাঁড়িয়ে থেকে তার ভক্তদের উদ্যেশ্যে আশীর্বাদ দিচ্ছেন।

                                                   শতাব্দী প্রাচীন গৌতম বুদ্ধের ব্রোঞ্জ মূর্তি

এই প্রাচীন মূর্তিটিরই প্রতিকৃতি, রাজ্যের অন্যতম মুখ্য শিল্প বাঁশের উপর কারুকার্য করে তৈরী করা গৌতম বুদ্ধের মূর্তি রাজকুমারীকে অন্তিম উপহারে শুভেচ্ছা বার্তা দিয়ে বিদায় জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

error: Content is protected !!