ত্রিপুরার জনগণের নায়ককে চাকরি দিচ্ছে রাজ্য সরকার

ওয়েবডেস্ক: কথা রাখলো রাজ্য সরকার। হাজার হাজার রেলযাত্রীর প্রান বাচানো রাজ্যের বাস্তবের নায়ক স্বপন দেববর্মাকে সরকারি দিলো রাজ্য সরকার। রাজ্যের যুব কল্যান ও ক্রিয়া দপ্তরের চতুর্থশ্রেণীর কর্মী হিসাবে নিয়মিত পদে নিয়োগ করা হয়েছে। বুধবার মন্ত্রীসভার বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের ওই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, “আজ রাজ্য মন্ত্রিসভা স্বপন দেববর্মাকে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এর চতুর্থ শ্রেণীর কর্মী হিসাবে নিয়মিত পদে নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকারের চতুর্থ শ্রেণীর পদে নিয়োগ পাওয়ার জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণ তার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করে তার নিয়োগের বিষয়টি অনুমোদিত হয়।”

শুধু স্বপন দেববর্মা নয় তার কন্যারও লেখাপড়ার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী বলেন, “মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্বপন দেববর্মার এক কন্যার লেখাপড়ার সামগ্রিক দায়িত্ব নেবে রাজ্য সরকার।”

চলতি বছরের ১৫ মে আমবাসা মহকুমার কমলা ছড়া গ্রামের স্বপন দেববর্মা ভূমিধসে রেললাইনে ত্রুটির সংকেত দিয়ে বড় রেল দুর্ঘটনা থেকে অনেকের জীবন রক্ষা করে বীরত্বের পরিচয় দিয়েছিলেন। নিজের জীবন ঝুঁকি নিয়ে স্বপন দেববর্মা ও তার কন্যা রেলের পাইলটকে সংকেত পাঠিয়ে সাহসিক তার পরিচয় দিয়েছিলেন । আর এর ফলে প্রান বেচেছিলো হাজার হাজার রেলযাত্রীর। এরপরেই সরকার সিদ্ধান্ত নেয় যে রিয়েল হিরো স্বপনকে চাকরি দেবে সরকার এবং তার কন্যার লেখাপড়ার দায়িত্ব নেবে। সেই মত বুধবার সেই প্রতিশ্রুতি পালন করল সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here