আগরতলাঃ ত্রিপুরা সরকারের দায়িত্ব NCERT সিলেবাস করতে হবে। শিক্ষার জন্য গুনগত মান চাই। ২০১৯ থেকে সেই সিলেবাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছি । পড়াশুনার জন্য সিলেবাস এক করতে হবে । NCERT সিলেবাসে শিক্ষার গুনগত মান বৃদ্ধি পাবে । শুক্রবার নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ৭১ তম বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে গিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার গুনগত মান বৃদ্ধি ও আধুনিক করে তুলতে ২০১৯ শিক্ষাবর্ষ থেকে NCERT সিলেবাস শুরু করার কথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । মুখ্যমন্ত্রী আরও বলেন, “শিক্ষাক্ষেত্রে জাতীয় সিলেবাস আনতে চাই । এর মধ্যে কোন রাজনৈতিক কারন নেই।
