ভুল ভাবনার ফল ছিলো ২০১৬ সালের নোটবাতিলঃ প্রাক্তন প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্কঃ নোটবাতিল নিয়ে এবার কেন্দ্রকে নিশানা করলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভুল ভাবনার ফল ছিলো ২০১৬ সালের নোটবাতিল। সংবাদ সংস্থা এ এন আইকে এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি এও জানিয়েছেন ২ বছর আগে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব এখনও দেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রভাব ফেলেছে। যা দেশবাসী এখনও অনুভব করছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন,  নোটবন্দির ফলে প্রতিটি মানুষ অসুবিধায় পড়েছেন। তিনি চাকুরিজীবী হোন, অথবা বেকার অথবা ছাত্র হোন বা রোজগেরে। সকলকে নোট বাতিলের সিদ্ধান্ত ভুগিয়েছে। সময় সাধারণত সমস্ত বেদনা ভুলিয়ে দেয়। তবে নোট বাতিলের ঘটনা যেন সময়ের সঙ্গে সঙ্গে বেদনা আরও বেড়িয়ে তুলেছে।

 নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।

error: Content is protected !!