ঋন নিয়ে বাইক কিনেছিলেন আর সেটাই কাল হলো ফরেশের

বিশ্বেশ্বর মজুমদার(শান্তিরবাজার) ঋণের বোঝা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলো এক  যুবক । ঘটনাটি ঘটেছে শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া এস এস বি কেম্প সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরনে জানা গেছে ওই এলাকার  বসিন্দা সুধাংশু দেবনাথের ছেলে ফরেশ দেবনাথ বন্ধন ও এল এন্ড টি দুটি বেসরকারি সংস্থা থেকে লোন নিয়েছিলেন ।  লোন নিয়ে তিনি একটি বাইক ক্রয় করেছিল ।  পেশায় রাজমিস্ত্রি ফরেশ দেবনাথ অনেকদিন ধরেই লোনের টাকা শোধ করতে পারছিলেন না। এই জন্য তিনি মানসিক চাপে ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে ঋণের টাকা শোধ করতে না পেরে মানসিক চাপে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছেনিলেন।

 শুক্রবার সকালে বাড়ির পাশের রাবার বাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন ফরেশ দেবনাথ। সকালে প্রথমে তার বাবা দেখেন যে বাড়ির পাশের রাবার বাগানে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন তিনি। তার চিৎকারে ছুটে আসেন বাড়ির অনান্য সহ প্রতিবেশীরা। এরপরেই খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়।  বাড়ির লোকের প্রাথমিক ধারণা, লোন শোধের চাপ নিতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

error: Content is protected !!