বিজয় মালিয়ার পরাজয়, ভারতে প্রত্যপর্ণের নির্দেশ লন্ডন কোর্টের

ওয়েবডেস্কঃ অবশেষে বড় সাফল্য পেল নরেন্দ্র মোদী সরকার। ব্যাঙ্কের ৯০০০ কোটি টাকার ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়াকে ব্রিটেন থেকে ভারতে প্রত্যাপর্ণের নির্দেশ দিল লন্ডন কোর্ট।

সোমবার লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান বিচারপতি এমা অর্বুথনট মালিয়ার ভারতে একাধিক ব্যাঙ্কের সাথে জালিয়াতি, প্রতারণা সহ অর্থপাচারে যুক্ত থাকার নির্দিষ্ট তথ্য প্রমান যাচাই করে এই রায় দেন।

বিচারপতি তার রায়ে বলেন, “তিনটি চার্জের বিরুদ্ধে তার বিরুদ্ধে আমি সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। এই তিনটি চার্জে মুখ্য অভিযুক্ত বিজয় মালিয়া। তাই ধারা ১৩৭(৩),২০০৩ প্রত্যাপর্ন আইন অনুসারে মূল অভিযুক্তের প্রত্যাপর্ণের আবেদনটি গৃহীত হল। ”
যদিও উচ্চ আদালতে আবেদন করার জন্য মালিয়ার কাছে ১৪দিনের সময় আছে।

সিবিআইয়ের পক্ষ থেকে এই রায়কে স্বাগত জানানো হয়। সিবিআই মুখপাত্র এই রায়ের পরিপ্রেক্ষিতে এএনআইকে জানায়, “আমরা আশা করছি খুব শীঘ্রই তাকে ভারতে প্রত্যপর্ন করে মামলাটির সমাধান করব। সিবিআইয়ের নিজস্ব সক্ষমতায় এই মামলাটির শীঘ্র সমাধানে চেষ্টা চালানো হচ্ছে। আমাদের কাছে যে তথ্যপ্রমাণ আছে তাতে আমরা প্রত্যাপর্ন মামলাটিতে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী।”

প্রসঙ্গত গত রবিবার সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর এ সাই মনোহরের নেতৃত্বে সিবিআই ও ইডির যৌথ টিম মামলাটির পক্ষে কোর্টে সওয়াল করতে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়।

error: Content is protected !!