আজকের দর: ১০ই ডিসেম্বর, জেনে নিন সোনা, রুপা, পেট্রোল ও ডিজেলের মূল্য

সুদীপ্ত ঘোষ: সোমবার শেয়ার বাজার আমানতকারীদের জন্য “কালো দিন” হলেও সাধারণ মানুষদের জন্য উৎকণ্ঠা তৈরী করেনি। শেয়ার সূচকের রেকর্ড পতন হলেও পেট্রোল ও ডিজেলের দাম হ্রাস পেয়েছে গোটা দেশেই। অন্যদিকে জানুয়ারি মাস থেকে তেল উৎপাদক দেশগুলি তেল সরবরাহ কমিয়ে দৈনিক ১.২ মিলিয়ন ব্যারেল করতে চলেছে, যার প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়ছে। বাজারের অস্থিরতায় সোনা, রুপা, পেট্রোল ও ডিজেলের দামের রিপোর্ট প্রকাশিত হল।

আজ রাজধানী দিল্লিতে ১০ গ্রাম সোনার দাম ৪৫০ টাকা বৃদ্ধি পেয়ে ৩০৭৫০ টাকা এবং অর্থনৈতিক রাজধানী মুম্বাইতে সোনার দাম ২০০ টাকা বৃদ্ধি পেয়ে ৩০৮০০ টাকা হয় । কলকাতা সহ আগরতলায় ১০ গ্রাম সোনার দাম ৪৬০ টাকা বৃদ্ধি পেয়ে হয় ৩১২৩০ টাকা।

প্রতি কেজি রুপার দাম ২৫০ টাকা বৃদ্ধি পেয়ে হয় ৪১৫০০ টাকা।

দেশের রাজধানী দিল্লীতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম ২৪ পয়সা ও ২৭ পয়সা কমে যথাক্রমে ৭০.৩১ টাকা ও ৬৪.৮২ টাকা।
অর্থনৈতিক রাজধানী মুম্বাইতে প্রতি লিটার পেট্রোলের দাম ২৩ পয়সা কমে ৭৫.৯০ টাকা এবং ডিজেলের দাম ২৯ পয়সা ৬৭.৮১ টাকা।
কলকাতায় লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম ২৩ পয়সা ও ২৭ পয়সা কমে যথাক্রমে ৭২.৩৭ টাকা ও ৬৬.৫৫ টাকা।
আগরতলায় প্রতি লিটার পেট্রোলের দাম ৩৫ পয়সা কমে হয় ৬৭.১৫ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৩৭ পয়সা কমে হয় ৬৩.০০ টাকা।

error: Content is protected !!