আজকের দর: ১০ই ডিসেম্বর, শেয়ার বাজারের সর্বশেষ রিপোর্ট

সুদীপ্ত ঘোষ: সোমবার সকালে বাজার শুরুর সময় থেকেই সেনসেক্স ও নিফটি সূচকে ধস লক্ষ্য করা যায়। বাজারে এই ধসের কারনে বিনিয়োগকারীদের প্রায় ২.৫ লাখ কোটি টাকা ক্ষতি হয়েছে। মূলত চীন ও আমেরিকার বানিজ্য যুদ্ধ এবং ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভার এক্সিট পোল রিপোর্ট বাজারে অস্থিরতা তৈরী করে। এছাড়াও জানুয়ারি মাস থেকে তেল উৎপাদক দেশগুলি তেল সরবরাহ কমিয়ে দৈনিক ১.২ মিলিয়ন ব্যারেল করতে চলেছে। এইসব কারনে বাজারে এই অস্থিরতা তৈরী করে এবং শেয়ার বাজার ধস নামে।

শেয়ার বাজারের ধসে সবথেকে বেশি ক্ষতি হয়েছে কোটাক মাহিন্দ্রা ও রিলায়েন্স কোম্পানির। কোটাক মাহিন্দ্রার প্রতি ইউনিট শেয়ারের দাম ৮১.৩০ টাকা অর্থাৎ ৬.৩৫% কমে হয় ১১৯৮.৩৫ টাকা। অন্যদিকে রিলায়েন্সের প্রতি ইউনিট শেয়ারের দাম ৪৪.৭৫ টাকা অর্থাৎ ৩.৯৫% কমে হয় ১০৮৮.৫০ টাকা। বাজারের সর্বশেষ রিপোর্টটি প্রকাশিত করা হল।

সেনসেক্স ৭১৩.৫৩ পয়েন্ট হ্রাস পেয়ে ৩৪৯৫৯.১২ সূচকে এবং নিফটি ২০৫.২৫ পয়েন্ট হ্রাস পেয়ে ১০৪৮৮.৪৫ সূচকে পৌঁছায়।

আজ প্রতি ইউএস ডলারের দাম ৭১.৪১ টাকা এবং ইউরোর দাম ৮১.৫০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here