নাগরিকত্ব সংশোধন বিল প্রত্যাহারের দাবিতে আইএনপিটির বনধ

প্রতীক নাথ চৌধুরী(রিপোর্টার): সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আইএনপিটি এর ডাকে আসাম-আগরতলা জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ চলছে। এই বনধকে সার্থক করে তুলতে রাজ্যের প্রায় পনেরো হাজার কর্মী-সমর্থক চারটি স্থানে পৃথক পৃথক ভাবে অবরোধ করে।পার্লামেন্ট অধিবেশন চলাকালীন নাগরিকত্ব সংশোধন বিল প্রত্যাহারের দাবিতে এই বনধের ডাক দেয় আইএনপিটি। আজ সকাল থেকে দফায় দফায় আইএনপিটি কর্মী সমর্থকরা আম্বাসায় নাইলাকাতে জড়ো হতে থাকে। বনধকে সার্থক করে তুলতে উপস্থিত ছিলেন আইএনপিটি সভাপতি বিজয় রাংমল, কেন্দ্রীয় কমিটির এজিএস রতিকা ত্রিপুরা ও কেন্দ্রীয় কমিটির সদস্য দম্ভাজয় রিয়াং। এছাড়াও কামডিং এলাকাতে রেল অবরোধে সামিল হন আইএনপিটি কেন্দ্রীয় কমিটির জিএস জগদীশ দেবর্মা। হেজামারা, সিসনা, খোয়াইতে আইএনপিটি কেন্দ্রীয় কমিটির এজিএস রবীন্দ্র দেবর্মা নেতৃত্ব দেন। অবরোধস্থলে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের আধিকারিক কোয়েল দেবর্মা ও এসপি ধলাই সুদীপ্ত দাস সহ বিশাল পুলিশ বাহিনী।কেন্দ্রীয় সরকার যদি তাদের দাবি না শোনে তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের বাধ্য হবে বলে জানান আইএনপিটি সুপ্রিমো বিজয় রাংমল। এই বনধকে সার্থক করে তুলতে আইএনপিটি সভাপতি দলীয় কর্মীদের পাশে থাকার আহবান জানান।

error: Content is protected !!