অজি অহংকার চূর্ণ করে জয় ছিনিয়ে আনল কোহলির টিম ইন্ডিয়া

ওয়েবডেস্কঃ অস্ট্রেলিয়ার মাটিতে “গ্রিন ক্যাপি” অজিদের হারিয়ে নজির গড়ল “ব্লু আর্মি”র ভারত। বিরাট কোহলির নেতৃত্বে এই প্রথমবার অস্ট্রেলিয়ায় গিয়ে জয় দিয়ে কোনও টেস্ট সিরিজ শুরু করল ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় ইনিংসে ভারতের দেওয়া লক্ষ্যমাত্রার ৩১ রান আগেই অজিদের অল আউট করে জয় ছিনিয়ে নেয় কোহলির টিম ইন্ডিয়া।

চতুর্থ দিনের শেষেই ৪ উইকেট নিয়ে ভারতের পক্ষে জয়ের আভাস তৈরী হয়েছিল। অ্যাডিলেডটেস্টের পঞ্চমদিনে অজিরা মরিয়া চেষ্টা করলেও ৩২৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২৯১ রানে গুটিয়ে যায়।

শেষ ইনিংসে ভারতের জয়ে বড় ভূমিকা নিলেন মহম্মদ সামি, আর অশ্বিন এবং যশপ্রীত বুমরা। তিনজনই তিনটি করে উইকেট তুলে নেন, দু’টি উইকেট নেন বুমরা। শেষ উইকেটে ভারতীয় দর্শকদের চিন্তার কারণ হয়ে গিয়েছিল লিয়ঁ-হ্যাজেলউড জুটি। কিন্তু অশ্বিন ভেল্কিতে তাদের জুটি ভেঙে যায়।

ঐতিহাসিক জয়ের সাথে সাথে বিশ্বরেকর্ড গড়েন ভারতের ঋষভ পন্থ। একটি টেস্ট ম্যাচে মোট এগারোটি ক্যাচ ধরে বিশ্বরেকর্ড করেন ভারতীয় দলের এই তরুণ উইকেট কিপার। এর আগে ভারতীয়দের মধ্যে একটি ম্যাচে দশটি ক্যাচ ধরে এই রেকর্ড ছিল ঋদ্ধিমান সাহার ঝুলিতে।

চেতেশ্বর পুজারার দুর্ভেদ্য পারফরমেন্স ভারতীয় দলকে জেতার স্বপ্ন দেখায়। দুটি ইনিংসেই অজি আক্রমণকে প্রতিহত করে তিনি ১২৩ ও ৭১ রান করেন। প্রথম ইনিংসে ভারতের ২৫০ রানের জবাবে ২৩৫ তুলেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৩০৭ করে ভারত। এই জয়ে পুজারার সাথে উল্লেখযোগ্য ভূমিকা নেন অজিঙ্ক রাহানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here