আজকের দর: ১০ই ডিসেম্বর, সকালের শেয়ার বাজারের রিপোর্ট

সুদীপ্ত ঘোষ: সোমবার সকালে বাজার শুরুর সময় থেকেই সেনসেক্স ও নিফটি্ নিম্নমুখী। প্রথম দিকেই সেনসেক্স প্রায় ৬০০ পয়েন্ট নেমে প্রায় ৩৫০৭২ সূচকে এবং নিফটি প্রায় ১৮৩ পয়েন্ট নেমে প্রায় ১০৫১০ সূচকে পৌঁছায় । মূলত চীন ও আমেরিকার বানিজ্য যুদ্ধ এবং ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভার এক্সিট পোল রিপোর্ট বাজারে অস্থিরতা তৈরী করে।

এই অস্থিরতার মধ্যেও ব্যাঙ্গালুরুর ইঞ্জিনিয়ারিং কোম্পানি সিয়েন্ট আইএনসি(Cyient Inc) শেয়ারের মূল্য প্রতি ইউনিটে ১২.৫০ টাকা বৃদ্ধি পেয়ে ৬২৪.১০ টাকা হয়েছে ।

অন্যদিকে রিলায়েন্স, আল্ট্রাটেক সিমেন্ট, এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দাম নিম্নগামী। রিলায়েন্সের শেয়ারের প্রতি ইউনিটের মূল্য ৪৭.৭৫ টাকা কমে হয়েছে ১০৮৬.১০ টাকা। আল্ট্রাটেক সিমেন্ট ও এইচডিএফসি ব্যাঙ্কের প্রতি ইউনিট শেয়ারের দাম যথাক্রমে ১৪৭.৭৫ টাকা ও ৩৭ টাকা হ্রাস পেয়ে ৩৭৮৪ টাকা ও ১৯০২ টাকা হয়েছে।

(বাজার চলাকালীন দুপুর ১২টার রিপোর্ট প্রকাশিত হল। বাজার বন্ধের রিপোর্ট প্রকাশিত হবে বিকেল ৫টায়। )

error: Content is protected !!