আজকের দর: ১১ই ডিসেম্বর, সকালের শেয়ার বাজারের রিপোর্ট

সুদীপ্ত ঘোষ: মঙ্গলবার সকালে বাজার শুরুর সময় থেকেই গতকালের মতো সেনসেক্স ও নিফটি্ নিম্নমুখী। আজ ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। তবে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আতঙ্কিত করেছে গতকাল রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেলের পদত্যাগ। এর সাথে সাথে আজ সকালে প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিল থেকে অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লা পদত্যাগ করেন। এর সম্মিলিত প্রভাব বাজারে দেখা যেতে থাকে।
সকাল ১২টায় প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, সেনসেক্স ২৮০ পয়েন্ট নেমে ৩৪৬৯৭ সূচকে এবং নিফটি ৭০ পয়েন্ট নেমে ১০৪১৩ সূচকে পৌঁছায় ।

এই অস্থিরতার মধ্যেও ইয়েস ব্যাংকের প্রতি ইউনিট শেয়ারের দাম ৬.১৫ টাকা অর্থাৎ ৩.৭২% বৃদ্ধি পেয়ে প্রায় ১৭২ টাকা হয়েছে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রতি ইউনিট শেয়ারের দাম ৩.৮০ টাকা যা প্রায় ২.৭২% কমে হয় ১৩০.৫০ টাকা।
এইচপিসিএল এর প্রতি ইউনিট শেয়ারের দাম ৬.৯৫ টাকা কমে ২১৯.৭৫ টাকা হয়েছে।

এই মুহূর্তে প্রতি ইউএস ডলারের দাম ৭২.২৩ টাকা এবং ইউরোর দাম ৮২.১৫ টাকা।

(বাজার চলাকালীন দুপুর ১২টার রিপোর্ট প্রকাশিত হল। বাজার বন্ধের রিপোর্ট প্রকাশিত হবে বিকেল ৬টায়। )

error: Content is protected !!