স্বচ্ছতার বার্তা বয়ে নিয়ে আসবে স্বচ্ছ ভারত অভিযান

ওয়েবডেস্ক: শুক্রবার স্বচ্ছ ভারত অভিযানের রাজ্যের ব্র্যান্ড এম্বাসেডর সচীরানী ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের প্রধান বর্ণালী গোস্বামী, মহিলা মোর্চার সভাপতি রুপালি অধিকারী এবং মহিলা মোর্চার জেলা সভাপতি মলিনা দেবনাথ মহিলা মোর্চার সদস্যদের নিয়ে ধর্মনগর শহরে এক স্বচ্ছ ভারত কর্মসূচি চালান।

কর্মসূচির শেষে মহিলা মোর্চার পক্ষ থেকে জানানো হয়, “এই স্বচ্ছ ভারত অভিযান শুধুমাত্র কয়েকজন মহিলা মিলে কোনো নির্দিষ্ট স্থানের আবর্জনা পরিষ্কার করা নয়। রাজ্যের উন্নয়ন থেকে শুরু করে সকল ক্ষেত্রে স্বচ্ছতার বার্তা বয়ে নিয়েআসবে এই স্বচ্ছ ভারত অভিযান।”

স্বচ্ছ ভারত অভিযানে রাজ্যের ব্র্যান্ড এম্বাসেডর সচীরানী ত্রিপুরা শনিবার প্রথমবারের মতো ধর্মনগরে পা রাখেন। তাকে নিয়ে মহিলা মোর্চার সদস্যদের উৎসাহ ছিল লক্ষ্যণীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here