অবশেষে মনের মানুষের খোঁজ পেলেন সুস্মিতা সেন ?

সংহিতা চক্রবর্তী: বলিউড তথা ১৯৯৪ সালের মিস ইউনিভার্স সুস্মিতা সেন বেশ কয়েকবছর ধরেই চলচিত্র জগৎ থেকে দূরে আছেন। কিন্তু এরপরও নানাবিষয়ে গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে এই বঙ্গসুন্দরীর নাম। এখন আবারও তিনি চর্চায়। কারণ বিগত কিছুদিন ধরেই ২৭ বছর বয়সের রহমান শ্বল নামে এক মডেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে গুঞ্জন।

৪৩ বছর বয়সী অভিনেত্রীর সাথে রহমানের সম্পর্কে নতুন মাত্রা এনেছে তাদের বিয়ের খবর। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, একটি ফ্যাশন শো-তে পরিচয় সুস্মিতা ও রহমানের। তারপর তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে । আর এখন বিয়ের সম্ভাবনার খবর প্রকাশ্যে আসল।

প্রতিবেদনে আরও জানানো হয় যে, সাক্ষাতের কিছুদিন পরে তাদের সম্পর্ক গভীর হতে থাকে এবং রহমান সুস্মিতাকে বিয়ের প্রস্তাব দেয় । বিষয়টি নিয়ে ভাবার পর অভিনেত্রী বিয়ে করতে সম্মতি জানান। সম্ভবত আগামী বছরেই তারা বিয়ের পিঁড়িতে বসবেন ।

প্রসঙ্গত কিছুদিন আগেই শিল্পা শেঠির দীপাবলির পারিবারিক অনুষ্ঠানেও তাদের একসাথে দেখা যায়। বিভিন্ন সূত্রের খবরে জানা যাচ্ছে যে, রহমানকে সুস্মিতার দত্তক কন্যা রিনি ও আলিশাসহ পরিবারের অন্য সদস্যরাও পছন্দ করছেন। সুস্মিতার ইনস্টাগ্রাম প্রফাইলে পোস্ট করা বিভিন্ন ছবিতে রহমানের উপস্থিতি দেখা যায়।

সুস্মিতা সেন ও রহমান কিছুদিন আগেই তাদের বন্ধু-বান্ধবদের সাথে তাজমহল দেখতে যান এবং সেখানের ছবিও পোস্ট করেন তিনি। যদিও তাদের কাছ থেকে কোন প্রতিক্রিয়া জানা যায়নি তবুও আশা করা হচ্ছে, তার ভক্তরা খুব শীঘ্রই সুস্মিতার কাছ থেকে সুখবর পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here