মুক্তি পেল বলিউডের বিগ বাজেট থ্রিডি সিনেমা ২.০

সংহিতা চক্রবর্তী: গত বৃহস্পতিবার ২৯শে নভেম্বর মুক্তি পেলো এখনো পর্যন্ত ভারতের সবচেয়ে বিগ বাজেট সিনেমা ২.০ (টু পয়েন্ট ও) । এই সিনেমাটি তৈরী করতে খরচ হয়েছে প্রায় ৫৪৩ কোটি টাকা। এই সিনেমাটিতে বিভিন্ন ধরণের কাল্পনিক চরিত্রকে ভিজ্যুয়াল এফেক্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এর জন্য প্রায় ১৫টির ওপর ভিজ্যুয়াল এফেক্ট প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া হয়েছে। প্রথমে সিনেমার ভিলেনের চরিত্রে অভিনয় করার জন্য হলিউডের জনপ্রিয় অভিনেতা আর্নল্ড সোয়ার্জেনেগারকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে অসুস্থতার কারণে তিনি সিনেমাটিতে “ডক্টর রিচার্ড” এর ভূমিকায় অভিনয় করতে অসম্মতি জানান। তারপর এই চরিত্রে অভিনয় করার প্রস্তাব যায় আমির খানের কাছে কিন্তু তিনি সময়ের অভাবে না করে দেন। অবশেষে জনপ্রিয় হিন্দি সিনেমার “খিলাড়ি” অক্ষয় কুমার ভিলেনের চরিত্রে অভিনয় করার সাহস দেখান।

“ডক্টর রিচার্ড” এর ভূমিকায় অভিনয় করতে অক্ষয়কে প্রতিদিন ছয় ঘন্টা ধরে ‘থ্রিডি’ মেক আপ করতে হত। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় জানান, “২.০ সিনেমাটি সম্পূর্ণভাবে ‘থ্রিডি’ ফরম্যাটে শ্যুটিং করা হয়েছে। যার জন্য এই সিনেমাটির অভিজ্ঞতা তার কাছে সম্পূর্ণ ভিন্ন।”

 

তবে এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বলিউডের “থালাইবা” রজনীকান্ত । তিনি সিনেমাটিতে “ডক্টর ভর্শীকরণ” ও মানব রোবট ‘চিট্টি’ এর দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন।  এছাড়া ‘নীলা’র চরিত্রে অভিনয় করছেন লন্ডননিবাসী অভিনেত্রী এমি জ্যাকসন।

ছবিটির প্রযোজক ও নির্দেশক হলেন আল্লীরাজাহ সুভাসকরণ ও এস.শঙ্কর এবং সংগীত পরিচালনায় ছিলেন অস্কারজয়ী এ.আর রহেমান।

ছবিটির মূল বিষয়বস্তু হল ডক্টর রিচার্ড অর্থাৎ অক্ষয় কুমারের সুপার পাওয়ার, যার প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে ব্যর্থ হচ্ছেন বিজ্ঞানীরা। এই সুপার পাওয়ারের উৎস হল মোবাইল ফোন। এই শক্তিকে কাজে লাগিয়ে ডক্টর রিচার্ড পৃথিবীতে গভীর সংকটের পরিস্থিতি তৈরী করছে। যেখানে সমস্ত বিজ্ঞানীরা ব্যর্থ, মানব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে সেখানে একমাত্র আশার আলো ডক্টর ভর্শীকরণের আবিষ্কার মানব রোবট “চিট্টি”।

ছবিটি মুক্তির প্রথম দিনেই ব্যাপক সারা মিলেছে দর্শকদের কাছ থেকে। বিশেষ করে সিনেমাটিতে গ্রাফিক্সের ব্যবহার, মন জয় করেছে ।

error: Content is protected !!