প্রত্যেকে নিজের পরিবার থেকে এইচআইভি সচেতনতা শুরু করুন: স্বাস্থ্যমন্ত্রী

ওয়েবডেস্কঃ পয়লা ডিসেম্বর শনিবার বিশ্বজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশ্ব এইডস দিবস। এই দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হচ্ছে এইচআইভি সংক্রমণ রোধের এই ভাইরাস ও রোগ সম্পর্কে জনগণকে অবহিত করা।

বিশ্বের সাথে সাথে ভারতের পার্বত্য রাজ্য ত্রিপুরাতেও স্বাস্থ্য, পরিবার কল্যাণ দফতর ও ত্রিপুরা রাজ্য এইডস নিয়ন্ত্রক সংস্থার উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হল ঘরে এইডস প্রতিরোধ ও সচেতনতার প্রসারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। তিনি বলেন, “প্রত্যেকে নিজের পরিবার থেকে এইচআইভি সচেতনতা শুরু করুন।”

স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও উক্ত অনুষ্ঠানে বিধায়িকা কল্যাণী রায় সহ বিধায়ক সুরজিৎ দত্ত, রতন চক্রবর্তী, আশীষ কুমার সাহা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান বক্তারা এইচআইভি মূলত যে চারটি পথ তা নিয়ে দীর্ঘ আলোচনা করেন। সেগুলি হল : এইচআইভি আক্রান্ত মা থেকে শিশুতে, অপরিশুদ্ধ রক্ত গ্রহণে, একই সিরিঞ্জ বারবার ব্যবহারে, অসুরক্ষিত যৌন সংসর্গে। প্রতি ক্ষেত্রেই বক্তারা বলেন, সচেতনতাই এই জীবাণু সংক্রমণ প্রতিরোধে একমাত্র উপায়।

error: Content is protected !!