আজকের দর: ৭ই ডিসেম্বর, বাজারের সর্বশেষ রিপোর্ট

সুদীপ্ত ঘোষ: শুক্রবার বাজার শুরু থেকে বেশিরভাগ সময় সেনসেক্স ও নিফটির গ্রাফ উর্ধমুখী ছিল । কিছু সময়ে ওঠা-নামা করলেও শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের স্বস্তি দিয়েই বাজার বন্ধ হয়। বাজারের সর্বশেষ রিপোর্টটি প্রকাশিত করা হল।

গতকালের তুলনায় সেনসেক্স ৩৬১.১২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৩৫৬৭৩.২৫ সূচকে এবং নিফটি ৯২.৫৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১০৬৯৩.৭০ সূচকে পৌঁছায়।

আজ রাজধানী দিল্লিতে ১০ গ্রাম সোনার দাম ৩০২৫০ টাকা এবং অর্থনৈতিক রাজধানী মুম্বাইতে সোনার দাম ৩০৩০০ টাকা হয় । কলকাতা সহ আগরতলায় ১০ গ্রাম সোনার দাম ৩০৭২০ টাকা।

প্রতি কেজি রুপার দাম গতকালের তুলনায় ১৮ টাকা বৃদ্ধি পেয়ে হয় ৩৯৫৭০ টাকা।

দেশের রাজধানী দিল্লীতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৭০.৯২ টাকা ও ৬৫.৫৫ টাকা।
অর্থনৈতিক রাজধানী মুম্বাইতে প্রতি লিটার পেট্রোলের দাম ৭৬.৫০ টাকা এবং ডিজেলের দাম ৬৮.৫৯ টাকা।
কলকাতায় লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৭২.৯৭ টাকা ও ৬৭.২৮ টাকা।
আগরতলায় প্রতি লিটার পেট্রোলের দাম গতকালের তুলনায় ২৫ পয়সা কমে হয় ৬৭.৮৬ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম গতকালের তুলনায় ২৮ পয়সা কমে হয় ৬৩.৮২ টাকা।

error: Content is protected !!