বিলোনীয়ায় নির্বাচনী প্রচারে এগিয়ে বিজেপি

ওয়েবডেস্কঃ বিলোনীয়ার ১৫টি আসন বিশিষ্ট পৌরসভার উপনির্বাচনে বিজেপি পুরোদমে প্রচারে নেমে পড়েছে। বিরোধী সিপিএম ও কংগ্রেস এখনও প্রচারমুখো হয়নি । মনোনয়ন প্রত্যাহারের শেষদিন শুক্রবার কিন্তু এখনও পর্যন্ত বিলোনীয়া পুর পরিষদ উপনির্বাচনে সিপিএম ১৪টি, সিপিআই ২টি, কংগ্রেস ১১টি ও বিজেপি ১৫টি আসনে মনোনয়নপত্র জমা দেয়।

বৃহস্পতিবার দুপুরে বিলোনিয়া পুর উপনির্বাচনের অবজারভার সুনীল দেববর্মা বিলোনীয়ায় পৌঁছান। তিনি রিটার্নিং অফিসার গুনচা সানোবারের সাথে নির্বাচন বিষয়ে বিভিন্ন খোঁজখবর নেন এবং সরেজমিনে খতিয়ে দেখেন।

এদিকে বিজেপি উপনির্বাচনের প্রচারকে সক্রিয় করে তুলতে বিভিন্ন ওয়ার্ডভিত্তিক দলের বুথ অফিসের উদ্বোধন শুরু করেছে। প্রার্থীর নাম ও ছবি সহ ফেস্টুন লাগানো না হলেও বিভিন্ন ওয়ার্ডে দলীয় পতাকা সাজিয়ে তুলেছে । তাদের প্রার্থীরা সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে প্রচার অভিযান শুরু করেছে, সাথে দলীয় পতাকা নিয়ে কর্মী ও সমর্থকরাও থাকছে।

কিন্তু সিপিএম ও কংগ্রেস অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ তৈরী করার দাবি জানালেও তারা এখনও নির্বাচনী প্রচার শুরু করেনি। তাদের অভিযোগ, রাজ্যে যেভাবে বিরোধীরা আক্রান্ত হচ্ছে তাতে নির্বাচনী প্রচার ব্যাহত হচ্ছে।

error: Content is protected !!